আর একটু হলেই আমি জ্ঞান হারিয়ে ফেলতামঃ পাপন

ক্রিকেট দুনিয়া October 30, 2022 492
আর একটু হলেই আমি জ্ঞান হারিয়ে ফেলতামঃ পাপন

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন পাপন। শুধু নিজে না, মজার ছলে তিনি বলেন, দর্শকদের হার্ট অ্যাটাক হতে পারে। পাপনের ভাষ্য, এ রকম যদি হয়, তাহলে কত দর্শকের যে হার্ট অ্যাটাক হবে তার ঠিক নেই। এটা টু মাচ। আর একটু হলে তো আমি জ্ঞানই হারিয়ে ফেলতাম।


পুরো ওশেনিয়া সফরে দুর্দান্ত বল করছেন তাসকিন আহমেদ। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে এখন পর্যন্ত টাইগার পেসার সর্বোচ্চ উইকেটের মালিক। ৩ ম্যাচে তাসকিন নিয়েছেন ৮ উইকেট। এই পেসারেরও প্রশংসা ঝরেছে পাপনের মুখ থেকে।


তিনি বলেন, অসাধারণ (বোলিং)। একটা কথা যদি আমি বলি, তাসকিন কী দারুণ বল করছে। মুস্তাফিজুর রহমান দুর্দান্ত কামব্যাক করেছে।


টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে জিম্বাবুয়ের বিপক্ষে ৪ রানের জয় নিয়ে মাঠ ছেড়েছিল সাকিব আল হাসান বাহিনী। কিন্তু পরে রিভিউয়ে দেখা গেল মোসাদ্দেক হোসেন সৈকতের শেষ বলটি নো হয়েছে।


যে কারণে আবার মাঠে নামতে হয় বাংলাদেশকে, পরে টাইগাররা পায় ৩ রানের জয়। এমন শ্বাসরুদ্ধকর ম্যাচ দেখে অবাক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি জানান, আর একটু হলে জ্ঞানই হারিয়ে ফেলতাম।


সূত্রঃ সময় টিভি অনলাইন