পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার প্রসঙ্গে যা বলছে ভারত

ক্রিকেট দুনিয়া May 8, 2024 301
পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার প্রসঙ্গে যা বলছে ভারত

২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের সুযোগ পেয়েছে পাকিস্তান। নানা শঙ্কার মাঝেই ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করতে যাচ্ছে তারাই। বৈশ্বিক টুর্নামেন্টটি আয়োজনে আইসিসির সঙ্গে চুক্তি করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সবশেষ এশিয়া কাপে যে পাকিস্তানে খেলতেই যায়নি ভারত। হাইব্রিড মডেলে শ্রীলঙ্কায় নিজেদের ম্যাচগুলো খেলেছিল ম্যান ইন ব্লুজরা।


ফলে ভারত কি পাকিস্তানে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্টটি খেলবে? এমন প্রশ্ন এখনো ঘুরপাক খাচ্ছে ক্রিকেট প্রেমীদের মনে। জানা যায়, একটা শর্তেই পাকিস্তানে খেলতে যাবে ভারত। সামাজিক যোগাযোগ মাধ্যম এনআইর এক ভিডিও বার্তায় এমনটা জানান ভারতীয় ক্রিকেট বোর্ডের সহ সভাপতি রাজীব শুক্ল।


ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সহ সভাপতি পরিষ্কার বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওয়া প্রসঙ্গে আমরা একটা কথাই বলতে পারি, সরকার যা বলবে আমরা তাই করব। সরকার অনুমতি দিলে অবশ্যই টিম পাঠানো হবে। সিদ্ধান্ত নির্ভর করছে সরকারের অনুমতির উপরই।’


আইসিসি টুর্নামেন্ট হওয়ায় একটা ক্ষীণ আশা হলেও যেন রয়েছে রোহিত-কোহলিরা পাকিস্তানে যেতে পারেন। ভারত না গেলে চ্যাম্পিয়ন্স ট্রফিও হতে পারে হাইব্রিড মডেলেই। পাকিস্তান বোর্ড অবশ্য চাইছে ভারতীয় দল যাক। সে কারণেই খসরা সূচিতে ভারতের ম্যাচ একটা ভেনুতে রাখা হয়েছে। ভারতীয় টিম গেলে লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে হতে পারে ম্যাচগুলি। ফাইনালও হবে এই ভেনুতেই।


এদিকে কয়েকদিন আগে ভারতে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে জানায়, এশিয়া কাপের মতো এবারও পাকিস্তান সফরে যাবে না ভারতীয় ক্রিকেট দল। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুসারে, ২০২৫ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য রোহিত-কোহলিরা পাকিস্তানে যাবে না। ফলে অন্য কোনও দেশে সরে যেতে পারে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। অথবা এশিয়া কাপ ২০২৩ এর মতো চ্যাম্পিয়ন্স ট্রফিও হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হতে পারে।


বিসিসিআই এখনও এ ব্যাপারে সরকারি ভাবে কোনও সিদ্ধান্ত জানায়নি। তবে বিসিসিআই সূত্রের বরাত দিয়ে দেশটি গণমাধ্যম বলছে, ‘দ্বিপাক্ষিক সিরিজ ভুলে যান...। এমনকি ভারতীয় দল চ্যাম্পিয়ন্স ট্রফির জন্যও পাকিস্তানে না যেতে পারেন। ভেন্যু পরিবর্তন হতে পারে। হাইব্রিড মডেলেও করার সম্ভাবনা আছে।’


বিসিসিআই আরও বলছে, ‘ভারতীয় বোর্ডের পাকিস্তান ভ্রমণের জন্য সরকারের কাছ থেকে অনুমতি লাগবে। বর্তমানে পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্কও তেমন ভালো নয়।’


সূত্রঃ ঢাকা মেইল