হায়দরাবাদের তান্ডবে সবার আগে বাদ পড়লো মুম্বাই

ক্রিকেট দুনিয়া May 9, 2024 221
হায়দরাবাদের তান্ডবে সবার আগে বাদ পড়লো মুম্বাই

কালবৈশাখী ঝড়ের আরেক নামে পরিণত হয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। ব্যাট হাতে হায়দরাবাদের ব্যাটাররা যেন তান্ডব চালানোর পণ করেই মাঠে নামছেন। যার ধারাবাহিকতায় সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড গড়ে আবার নিজেরাই ভাঙছেন ট্রাভিস হেড-অভিষেক শর্মারা। একই সঙ্গে প্রতিনিয়ত রেকর্ডবুকে করছেন উলট-পালট। তেমনি এক রাত ছিল গতকাল।


লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ম্যাচে কাল মাঠে নেমেছিল হায়দরাবাদ। হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের ম্যাচটিতে আগে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ১৬৫ রানের সংগ্রহ গড়েছিল লক্ষ্ণৌ। টি-টোয়েন্টিতে সাধারণত এমন সংগ্রহকে চ্যালেঞ্জিং স্কোরব হিসেবেই ধরা হয়। কিনতি প্রতিপক্ষ যখন এবারের আসরের হায়দরাবাদ দল তখন কোনো স্কোরই আসলে সুবিধার নয়।


এ কথাই গতকাল আরও একবার প্রমাণ করেছে হায়দরাবাদ। লক্ষ্ণৌয়ের দেয়া ১৬৬ রানের লক্ষ্য প্যাট কামিন্সের দল পেরিয়ে গেছে মাত্র ৯.৪ ওভারেই। ফলে কোনো উইকেট না হারিয়ে ৬২ বল হাতে রেখেই জয় পায় হায়দরাবাদ। ব্যাট হাতে হেড করেছেন ৩০ বলে ৮৯ আর অভিষেক করেছেন ২৮ বলে ৭৫ রান।


এদিকে আইপিএলের ৫৭তম এই ম্যাচ শেষে এখনো কোনো দলই প্লে-অফ নিশ্চিত করতে না পারলেও উল্টো কপাল পুড়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের। হায়দরাবাদের এমন তান্ডবে ইতোমধ্যেই শেষ চারে যাওয়ার সুযোগ হারিয়েছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। প্রথম দল হিসেবে এবারের আস থেকে ছিটকে গেল হার্দিক পান্ডিয়ার দল।


এদিকে মারকুটে ব্যাটিংয়ে রেকর্ড গড়া জয়ের পর প্লে অফ প্রায় নিশ্চিত হায়দরাবাদের। শেষ দুই ম্যাচে জিতলে শীর্ষ দুইয়ে থাকার সম্ভাবনাও আছে কামিন্সের দলের। এদিকে গতকালের হারের পর নেট রান রেটে বড় ধাক্কা খেয়েছে লক্ষ্ণৌ।


ফলে প্লে অফে যেতে হলে বাকি দুই ম্যাচে জয়ের সঙ্গে মিলতে হবে আরও অনেক সমীকরণ। একই অবস্থায় পাঞ্জাব কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এবং গুজরাট টাইটান্সও। বাকি থাকা ম্যাচগুলোতে শুধু জিতলেই হবে দলগুলোর, তাকিয়ে থাকতে হবে অন্য দলের দিকেও।


সূত্রঃ ঢাকা মেইল