বিশ্বকাপ ফুটবলে শ্রেষ্ঠত্বের যে দ্বৈরথ সেটা বহুদিন ধরেই আটকে আছে ইউরোপ আর ল্যাটিন আমেরিকার দেশগুলোর মাঝে। এক্ষেত্রে চলতিবিশ্বকাপ অবদি শিরোপা জয়ের মিশনে ইউরোপের দেশগুলো দক্ষিণ আমেরিকার দেশগুলোর চাইতে সামান্য ব্যবধানে এগিয়ে থাকলেও অন্যরকম একটি রেকর্ডে কিন্তু ঠিকই শীর্ষে আছে তারা। দক্ষিণ আমেরিকার দেশগুলো এই রেকর্ডটির কথা ভুলে যেতে চাইলেও ইতিহাস জানাচ্ছে যে, বিশ্বকাপে দলগতভাবে সবচেয়ে বেশি সংখ্যক লাল কার্ড দেখার রেকর্ড যথাক্রমে ব্রাজিল, আর্জেন্টিনা ও উরুগুয়ের দখলে। এর মাঝে এই বিশ্বকাপের হিসেব বাদে সবচেয়ে বেশি সংখ্যক ১১টি লাল কার্ড দেখেছেন ব্রাজিলের খেলোয়াড়রা। অন্যদিকে ১০টি ও ৯টি লাল কার্ড নিয়ে এর ঠিকপরের দু'টি অবস্থানেই আছে আর্জেন্টিনা ও উরুগুয়ে।