সাইকেল একটি চমত্কার বাহন হলেও ঘণ্টার পর ঘণ্টা সাইকেল চালানোর কাজটি মোটেও সহজসাধ্য কোনো কাজ নয়। তবে রেকর্ড গড়বার জন্য দিনের পর দিন এবং ঘণ্টার পর ঘণ্টা সাইকেল চালিয়ে কোনো একটি দেশের মাঝে সর্বোচ্চ পথ অতিক্রমের রেকর্ড গড়েছেন ভারতের অধিবাসী নাগা রাজ। ভারতের মোট ৯টি অঙ্গরাজ্যের ৯০০টিরও বেশি গ্রামের ওপর দিয়ে ১৩৫ দিনে নাগা রাজ অতিক্রম করেন রেকর্ড ১৪,১৯৮ কিলোমিটার পথ। আর এভাবে কোনো একটি দেশের মাঝে সবচেয়ে বেশি দূরত্ব সাইকেল চালিয়ে অতিক্রম করার পথে নাগা রাজ প্রতিদিন গড়ে পাড়ি দেন ১০৫ কিলোমিটারেরও বেশি পথ।