সব থেকে বড়ো নখ

ওয়ার্ল্ড রেকর্ডস April 26, 2016 1,598
সব থেকে বড়ো নখ

হাত-পায়ের আঙুলের নখ একটু বড় হলেই অনেকেরই অস্বস্তি লাগে। ফলে তা কেটে ফেলা হয়। কিন্তু সল্ট লেক সিটির লি রেডমন্টের এ নিয়ে কোনো বিকারই ছিল না। নখগুলো বাড়ছিল তো বাড়ছিলই। এভাবে বাড়তে বাড়তে তার ৬৪ বছরে এসে তা ২৮ ফুট লম্বা হয়। বিশ্বের আর কোনো নারীরএত বড় নখ না থাকায় ২০০৯ সালে এই মানবীর নাম গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে অন্তর্ভুক্ত হয়।