বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে সবচেয়ে দেরিতে গোল

ওয়ার্ল্ড রেকর্ডস April 26, 2016 1,120
বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে সবচেয়ে দেরিতে গোল

বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ মানেই যেখানে স্নায়ুক্ষয়ী এক ফুটবল যুদ্ধ সেখানে প্রিয় দলের গোল দেখার জন্য অপেক্ষা করাটাও বেশ কষ্টের। আর উত্তেজনার ফাইনালে এই অপেক্ষাকে দীর্ঘতর করার রেকর্ড যাদের দখলে তারা হলো ২০১০ আসরের চ্যাম্পিয়ন দল স্পেন। বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে সবচেয়ে দেরিতে গোল করে নেদারল্যান্ডের বিপক্ষে জয় পায় দলটি। আর ম্যাচের ১১৬ তম মিনিটে স্পেনের হয়ে জয়সূচক এই গোলটি করেছিলেন দলের নির্ভরযোগ্য মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা।