কয়বার খুলে বলব

ডাক্তার ও রোগী April 25, 2016 2,852
কয়বার খুলে বলব

একদিন এক রোগী ডাক্তারের কাছে গিয়ে বলল, “ডাক্তার সাব, আমার একটা অদ্ভুদ রোগ হয়েছে।”


ডাক্তার বললেন, “ কি রকম ? ”


রোগী বলল, “আমি অল্পতেই রেগে যাই। গালাগালি করি”


ডাক্তার বলল, “ব্যাপারটা একটু খুলে বলুন তো।”


রোগী বলল, “ হারামজাদা, কয়বার খুলে বলব !!!”