বল্টুর নতুন জুতা

বাবা-ছেলে কৌতুক April 25, 2016 3,064
বল্টুর নতুন জুতা

বাবা ছেলে বল্টুকে নতুন জুতা কিনে দিয়ে বলল সিড়ি দিয়ে উঠার সময় দুইটা করে উঠবি। এতে জুতার উপর চাপ কমবে। জুতা বেশিদিন টিকবে।

কিন্তু ছেলে বাবার চেয়ে আরো এক ডিগ্রী উপরে। সে বাবাকে খুশি করার জন্য তিনটা সিড়ি করে উঠছে।


>

>

উপরে উঠার পর বল্টুর বাবা বল্টুর গালে মারলো জোরে এক চড়। ছেলের চিৎকারের শব্দে পাশের বাসার মহিলা এসে বলল


<

<

এতটুকু বাচ্চাকে কেউ এভাবে মারে? কেন মেরেছেন? বল্টুর বাবা বলল: ওকে বলেছি দুইটা সিড়ি করে উঠবি তাহলে জুতা বেশিদিন টিকবে।আর ও উঠলো তিনটা করে।

মহিলা: ও তো ঠিকই করেছে। আপনারতো খুশি হওয়ার কথা।


:

:


বল্টুর বাবা খুশি হব কিভাবে বলেন, ও ২০০ টাকার জুতার তলা বাচাতে গিয়ে ৮০০ টাকার প্যান্টের তলা ছিড়ে ফেলেছে।