পল্টু নতুন কম্পিউটার কিনেছে। তাই খুশিতে সে তার বাবাকে গিয়ে বলল-
পল্টু : বাবা, আমি কম্পিউটার কিনছি।
বাবা : হুম, ভালো। এটা কী?
পল্টু : এটা মনিটর।
বাবা : ওটা?
পল্টু : সিপিইউ।
বাবা : আর এটা কী?
পল্টু : এটা কি-বোর্ড।
বাবা : আর ওইটা কী?
পল্টু : ওইটা মাউস।
বাবা : চাপাবাজ কোথাকার, তাইলে কম্পিউটার কই?