বাবা : কিরে, তোর পরীক্ষা কেমন হলো?
ছেলে : আর বলো না বাবা, ১ নম্বর প্রশ্নের উত্তরটা লিখতে পারিনি। ২ নম্বর প্রশ্নের উত্তরটা মনেই পড়ছিল না। ৪ নম্বর প্রশ্নটা যে কোথা থেকে দিলো, বুঝতেই পারলাম না। ৫ নম্বর প্রশ্নের উত্তরটা ভুলে লেখা হয়নি।
বাবা : আর ৬ নম্বর?
ছেলে : ওটা যে প্রশ্নপত্রের উল্টো পাশে ছিল, আমি খেয়ালই করিনি!
বাবা : আর ৩ নম্বর?
ছেলে : বিশ্বাস করো বাবা, শুধু এই একটা প্রশ্নের উত্তরই ভুল লিখেছি।
বাবা : এবার তাহলে বাসা থেকেই বের হয়ে যা।