আড়াই গুণ বাড়িয়ে দেবে

বাবা-ছেলে কৌতুক June 1, 2018 3,180
আড়াই গুণ বাড়িয়ে দেবে

কঠিন হিসেবি বাবার সঙ্গে কথা হচ্ছে স্ফূর্তিবাজ ছেলের।


বাবা, গাড়ির চাবিটা দাও।


কেন?


পার্টিতে যাবো। তোমার ২০ লাখ টাকার গাড়িতে চড়ে গেলে আমার প্রেস্টিজ অনেক হাই হয়ে যাবে বন্ধুদের কাছে।


এই নে ২০ টাকা। বাসে করে যা। ৫০ লাখ টাকার বাসযাত্রা তোর ইজ্জত আড়াই গুণ বাড়িয়ে দেবে।