বাবা: তোমার রেজাল্টের কি খবর?
ছেলে: হেডমাষ্টারের ছেলে ফেল করেছে
বাবা: আর তুমি?
ছেলে: ডাক্তারের ছেলেও ফেল
বাবা: আর তোমার রেজাল্ট?
ছেলে: ঐ উকিলের ছেলেও ফেল
বাবা: পাজি, আমি তোরটা জানতে চাইছি. . .
ছেলে: তুমি কি আর রজনীকান্ত? যে তোমার ছেলে পাস করবে।.... তাই ফেল করে গেছি।