ডাক্তার সাহেব ,আমাকে বাঁচান!

ডাক্তার ও রোগী April 25, 2016 2,214
ডাক্তার সাহেব ,আমাকে বাঁচান!

রোগী >> ডাক্তার সাহেব ,আমাকে বাঁচান!

ডাক্তার >> কী হয়েছে আপনার?

রোগী >> আমি পাগল হয়ে যাচ্ছি। রাতে খাটে ঘুমাতে গেলে মনে হয় খাটের নিচে কেউ বসে আছে। খাটের নিচে গেলে মনে হয় খাটের ওপর কেউ সুয়ে আছে। এভাবে ওপর-নিচ করে করে আমার রাত পেরিয়ে যায়।

ডাক্তার >> হুম,বুঝতে পেরেছি। আপনি দুই মাস প্রতি সপ্তাহে তিন বার আমার চেম্বারে আসুন,আপনি ভাল হয়ে যাবে।

রোগী>> ইয়ে মানে আপনার ভিজিটbযেন কত?

ডাক্তার >> ২০০ টাকা। দুই সপ্তাহ পর রোগীর সংগে দেখা হলো ডাক্তারের ।


ডাক্তার >> কী হলো,আপনি যে আর এলেন না?

রোগী >> ধুর মিয়া একজন কাঠ মিস্ত্রি মাত্র ২০টাকার বিনিময়ে আমার সমস্যা সমাধান করে দিয়েছে।

আপনাকে অতবার ২০০ টাকা দিতে যাবকেন?

ডাক্তার >> কীভাবে?....

রোগী >> আমার খাটের পায়া গুলো কেটে ফেলেছে!"