পাঁচবার উইল পাল্টেছি

ডাক্তার ও রোগী April 24, 2018 2,728
পাঁচবার উইল পাল্টেছি

কানের সমস্যা নিয়ে এক বৃদ্ধ গেলেন ডাক্তারের কাছে। ডাক্তার তাঁকে একটা শ্রবণযন্ত্র দিলেন।


এর এক মাস পর ফিরে এলেন সেই বৃদ্ধ। ডাক্তার জিজ্ঞেস করলেন, 'কানে কেমন শুনছেন এখন?'


বৃদ্ধ: একদম পরিষ্কার।


ডাক্তার: ঘরের লোকজন নিশ্চয়ই খুব খুশি।


বৃদ্ধ: বাড়ির কাউকে এখনো জানাইনি। চুপচাপ বসে বসে ওদের কথা শুনি। এর মধ্যে পাঁচবার উইল পাল্টেছি।😆😂