ভাল পাটাও ভেঙে দেবেন

ডাক্তার ও রোগী April 7, 2018 3,539
ভাল পাটাও ভেঙে দেবেন

ক্রিকেট খেলতে গিয়ে পায়ে চোট পাওয়া মন্টুকে হাসপাতালে নিয়ে গেছে বন্ধুরা।


দ্রুত পরীক্ষা করে ডাক্তার বললেন: বাম পায়ের গোড়ালিতে ফ্রাকচার হয়েছে। প্লাস্টার করে দিচ্ছি।


মন্টু: ডাক্তার সাব, দুই পায়ে-ই করে দিয়েন, প্লিজ!


ডাক্তার: কেন, দুই পায়ে প্লাস্‌টার কেন করতে হবে?


মন্টু: স্যার, আগামীকাল পরীক্ষার রেজাল্ট বের হবে। রেজাল্ট দেখে আমার বাপ পিটিয়ে ভাল পাটাও ভেঙে দেবেন নিশ্চিত। তাই...