দাঁতের চিকিৎসকের কাছে এক মেয়ে এসে বলল. . .
মেয়ে : ডাক্তার সাহেব, আপনি দাঁত তুলতে পারেন?
চিকিৎসক : হ্যাঁ, পারি।
মেয়ে : তাহলে যে আমার সঙ্গে আমাদের বাড়ি যেতে হবে। আমার দাদির দাঁত তুলতে হবে।
চিকিৎসক : তা যাওয়া যাবে। ফি কিন্তু ডাবল দিতে হবে।
মেয়ে : সেটা সমস্যা না, চলেন আমার সঙ্গে।
চিকিৎসক মেয়েটার বাড়ি গেল। সেখানে গিয়ে মেয়েটার দাদিকে বলল. . .
চিকিৎসক : দেখি, আপনার কোন দাঁত তুলতে হবে?
দাদি : আমার সঙ্গে একটু কষ্ট করে পুকুর পাড়ে চলেন।
পুকুর পাড়ে গিয়ে দাদি বললেন. . .
দাদি : আজ গোসল করতে গিয়ে পুকুরে দাঁত পড়ে গেছে। আপনি কষ্ট করে তুলে দেন!