বেশিদিন বাঁচার উপায়

ডাক্তার ও রোগী December 31, 2017 2,282
বেশিদিন বাঁচার উপায়

রোগী: ডাক্তার সাব! বেশিদিন বাঁচনের কোনো উপায় আছে কি?


ডাক্তার: যান বিয়া করেন গিয়া!


রোগী: ক্যান? বিয়া করলে কি বেশিদিন বাঁচন যায়?


ডাক্তার: তা কইবার পারুম না। তয় এইডা কইতে পারি যে, আপনে বিয়ার পর আর বেশিদিন বাঁচতে চাইবেন না!