অনেক বিল্ডিং হইতাছে

ডাক্তার ও রোগী December 24, 2017 1,909
অনেক বিল্ডিং হইতাছে

রোগী: ডাক্তার সাব অনেক বিল্ডিং হইতাছে।


চিকিৎসক: সে তো ভালো কথা।


রোগী: কেমনে ভালো কথা হইলো?


চিকিৎসক: বিল্ডিং হওয়া তো ভালো। সবাই উন্নতি করছে।


রোগী: আমার তো অবস্থা খারাপ।


চিকিৎসক: কেন?


রোগী: এতো বিল্ডিং হইলে আমি তো বাঁচমু না।


চিকিৎসক: মানে?


রোগী: আমার বমির সাথে বিল্ডিং হইতাছে।


চিকিৎসক: ওহ, ব্লিডিং হচ্ছে? আগে বলবেন না?