ক্যারিয়ার নিয়ে কিছু ভেবেছিস?

বাবা-ছেলে কৌতুক November 28, 2017 3,354
ক্যারিয়ার নিয়ে কিছু ভেবেছিস?

বাবা : এই পটলা, এদিকে আয়।


পটলা : আসছি।


বাবা : অবেলায় কোথায় যাচ্ছিস?


পটলা : সাইকেলে করে একটু ঘুরে আসি বাবা।


বাবা : সারাদিন সাইকেল সাইকেল আর সাইকেল। ক্যারিয়ার নিয়ে কিছু ভেবেছিস?


পটলা : ইয়ে একবার ভেবেছিলাম। দোকানেও গিয়ছিলাম। কিন্তু যা দাম।


বাবা : কী যা-তা বলছিস?


পটলা : সত্যি বলছি বাবা, সাইকেলের পেছনে ক্যারিয়ার লাগালে সাইকেল কেমন ক্ষেত ক্ষেত লাগে। তাছাড়া এ যুগে ক্যারিয়ারওয়ালা সাইকেল চলে না।