এক ভদ্রলোক তার তিন বছরের ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে গেছেন-
ভদ্রলোক : ডাক্তার সাব, আমার ছেলে একটা চাবি গিলে ফেলেছে। তাই আমরা আপনার শরণাপন্ন হয়েছি।
ডাক্তার : চাবিটা কখন গিলেছে?
ভদ্রলোক : এই তো দিন দশ আগে।
ডাক্তার : আশ্চর্য! বাচ্চা দশ দিন আগে চাবি গিলেছে, আর আপনারা আজ ওকে নিয়ে আমার কাছে এসেছেন?
ভদ্রলোক : আসলে, আমাদের কাছে একটা ডুপ্লিকেট চাবি ছিল। কাল রাত থেকে সেটাকেও খুঁজে পাচ্ছি না।