গ্লোবাল ওয়াচ প্রস্তুতকারী প্রতিষ্ঠান টাইমেক্স ভারতের স্টাটআপ বিলিঙ্কের সঙ্গে একজোট হয়ে ভারতের বাজারে নতুন স্মার্টওয়াচ এনেছে। এটি মূলত অ্যাকটিভিটি ট্রেকার। এটাকে বলা হচ্ছে টাইমেক্স বিলিঙ্ক।
দুইটি ভার্সনে ওয়াচটি পাওয়া যাবে। একটিতে থাকছে লেদার স্টাইল। যার মূল্য ৪ হাজার৪৯৫ রুপি। অন্যটি ব্রেসলেট স্টাইল। এটির মূল্য ৪ হাজার ৯৯৫ রুপি।
এই ওয়াচটির বিশেষত্ব হচ্ছে এতে এটি দিয়ে জরুরি মুহূর্তে ইনস্টান্ট মেইল, এসএমএস করা যাবে। এতে এসওএস ফিচার যো করা হয়েছে। যা জিপিএস লোকেশনের ভিত্তিতে কাজ করবে।
অ্যাকটিভিটি ট্রেকারটি ব্লুটুথের মাধ্যমে আপনার ফোনের সঙ্গে কানেকট করতে পারে। এছাড়াও এটি দিয়ে স্টেপ, ডিসটেন্স, ক্যালোরি এবং স্লিপ মনিটরিং কর যাবে।
এটি ১০ দিন ব্যাটারি ব্যাকআপ দেবে। ডিভাইসটি আইওএস এবং অ্যানড্রয়েড ডিভাইসের সঙ্গে সংযুক্ত হতে পারবে।