![এমন বলদ ছেলে](https://bdup24.com/thumb.php?src=media/2018/07/janabd-5dffa05994b7c919d53dd8423441a5fc.jpg&w=144&h=96)
![আমারই ফেক আইডি!](https://bdup24.com/media/2017/11/janabd-7be605f9ba7115a39aed9ee3a37cda87.jpg)
বাপ মিলন আর ছেলে ঝিলনের সম্পর্ক বন্ধুর মতো। একদিন বাপ গাড়ি চালাচ্ছে আর ছেলে পাশের সিটে বসে আছে।
ঝিলন: ফ্রেন্ড, একটা বিষয় তোমাকে জানাতে চাচ্ছি; তবে বিষয়টা তোমাকে আহত করবে মনে হচ্ছে...
মিলন: আমিও একেটা বিষয়ে তোমার কাছে দোষ স্বীকার করতে চাচ্ছি, দোস্ত। বিষয়টা না বলে স্বস্তি পাচ্ছি না...
ঝিলন: তো আমিই আগে বলি। আমার না ফেসবুকে আমার চেয়ে বেশি বয়সের একটা মেয়ের সঙ্গে প্রেম হয়েছে...
মিলন: ওটা আমারই ফেক আইডি! পারলে ক্ষমা করিস, দোস্ত!