বাপ মিলন আর ছেলে ঝিলনের সম্পর্ক বন্ধুর মতো। একদিন বাপ গাড়ি চালাচ্ছে আর ছেলে পাশের সিটে বসে আছে।
ঝিলন: ফ্রেন্ড, একটা বিষয় তোমাকে জানাতে চাচ্ছি; তবে বিষয়টা তোমাকে আহত করবে মনে হচ্ছে...
মিলন: আমিও একেটা বিষয়ে তোমার কাছে দোষ স্বীকার করতে চাচ্ছি, দোস্ত। বিষয়টা না বলে স্বস্তি পাচ্ছি না...
ঝিলন: তো আমিই আগে বলি। আমার না ফেসবুকে আমার চেয়ে বেশি বয়সের একটা মেয়ের সঙ্গে প্রেম হয়েছে...
মিলন: ওটা আমারই ফেক আইডি! পারলে ক্ষমা করিস, দোস্ত!