পাইপ বেয়ে ওঠানামা

ডাক্তার ও রোগী November 12, 2017 1,389
পাইপ বেয়ে ওঠানামা

এক ব্যক্তির হার্টের অসুখ। চিকিৎসকের কাছে গেলেন-


ব্যক্তি : ডাক্তার সাহেব, হার্টের অসুখটা খুব বেড়েছে। আমাকে বাঁচান।


চিকিৎসক : এই ওষুধগুলো খাবেন। পর্যাপ্ত বিশ্রাম নেবেন। সিঁড়ি দিয়ে ওঠানামা করবেন না। একমাস পরে আবার দেখা করবেন।


একমাস পরে সে আবার ডাক্তারের কাছে গেলো-


চিকিৎসক : তো বলুন, আপনার অবস্থা এখন কেমন?


ব্যক্তি : খুব ভালো। ওষুধগুলো ঠিকমতো খেয়েছি। এখন আমি অনেক সুস্থ।


চিকিৎসক তাকে পরীক্ষা করলেন এবং আরো কিছু ওষুধ লিখে দিলেন-


চিকিৎসক : আপনি আসলেই অনেক সুস্থ। যা হোক, এই ওষুধগুলো খাবেন। তাহলে পুরোপুরি সুস্থ হয়ে যাবেন।


ব্যক্তি : ডাক্তার সাহেব, আমি কি এখন সিঁড়ি দিয়ে ওঠানামা করতে পারব?


চিকিৎসক : ও হ্যাঁ, পারবেন। এখন আর সমস্যা নেই।


ব্যক্তি : বাঁচালেন ডাক্তার সাহেব। পাইপ বেয়ে ওঠানামা করতে যে কী কষ্ট, তা গত একমাসে হাড়ে হাড়ে টের পেয়েছি। আমার বাসা আবার পাঁচ তলায়।