এখন আর লজ্জা পাই না

ডাক্তার ও রোগী November 12, 2017 1,617
এখন আর লজ্জা পাই না

এক ধনী ভদ্রমহিলা গেলেন মনোরোগ চিকিৎসকের কাছে-


ভদ্রমহিলা : ডাক্তার সাহেব, আমার অনেক বিশ্রী একটা স্বভাব আছে। আমার কোনো কিছুর অভাব নেই, তবু আমি সুযোগ পেলেই অন্যের জিনিস চুরি করি। আর চুরির পরে ভীষণ লজ্জা হয়।


চিকিৎসক : এটা একটা মনোরোগ। কয়েকটা ওষুধ লিখে দিচ্ছি, নিয়মিত খাবেন।


মাসখানেক পর ভদ্রমহিলা আবার এলেন-


চিকিৎসক : কী? কোনো ইম্প্রুভমেন্ট হলো আমার ওষুধে?


ভদ্রমহিলা : দারুণ ইম্প্রুভমেন্ট ডাক্তার সাহেব!


চিকিৎসক : কেমন?


ভদ্রমহিলা : আগে চুরির পরে লজ্জা পেতাম, এখন আর লজ্জা পাই না!