সোনা বউ শুনছনি- কাজী শুভ

বাংলা লিরিক্স April 19, 2016 3,373
সোনা বউ শুনছনি- কাজী শুভ

শিল্পীঃ কাজী শুভ

অ্যালবামঃ সাদা মাটা

সুরকারঃ আরফিন রুমি


সোনা বউ শুনছনি গো

সোনা বউ শুনছনি নিতে আইলে নাইয়র যাইবায় নি।।


ও বউ গো বউ, সাড়ে তিন হাত মাটির ঘরে

বাসরটা দিবে সাজিয়ে

যে ঘরে থাকবা দিন-রজনী।


নাই বিছানা নাই মশারী সঙ্গে নাই তর সোয়ামী

নিতে আইলে নাইয়র যাইবায় নি?


ও বউ গো বউ, ছেড়ে গেলে কত্তা-জামাই

মাটির দেহের কিসের বড়াই

ফাঁকা দেহের বিচার করবে কে।


আত্মার সাথে তর পীরিতি দেওয়ানে কয় ও সজনী

নিতে আইলে নাইয়র যাইবায় নি।।