আর্টিস্টঃ অর্থহীন
অ্যালবামঃ গাইব না
দিয়েছিলে যা, নিয়ে নিতে পারো
লেখা কবিতা, গাওয়া গান যত
খুঁজে দেখ না, পাবে না কেউ আমার মত
মুছে দিও না শুধু হৃদয় ক্ষত
গাইবো না আর কোন গান তোমায় ছাড়া
লিখবো না আমি আর তুমি হীনা কবিতা ।।
নিজেকে আমি বুঝিনি কখনো
ছিলেনা যখন আসনি তখনও
এলে সেখানে, অজানা যা ছিল মন
আমার মাঝে আজ আমি আলোকিত
গাইবো না আর কোন গান তোমায় ছাড়া
লিখবো না আমি আর তুমি হীনা কবিতা ।।