এক পিচ্চি তার বাবাকে নিয়ে উঠলো ভিড়ওয়ালা একটি লোকাল বাসে। বাবাকে পিচ্চিটা বলল-
পিচ্চি : বাবা, আমি সিটে বসবো।
বাবা : দেখতে পাচ্ছো না, কোন সিট খালি নেই।
তখন একটি জায়গায় দেখা গেল উদ্ভ্রান্ত টাইপের এক লোক হাত-পা ছোড়াছুড়ি করছে। আর হা-হা করে অপদার্থের মতো হেসে উঠছে। পিচ্চিটা অবাক হয়ে বলল-
পিচ্চি : আচ্ছা বাবা, ওই লোকটা এমন করছে কেন?
বাবা : ওর মাথায় সিট আছে।
পিচ্চি : তাহলে আমি ওই সিটে বসবো।