পল্টু এসএসসি পরীক্ষার রেজাল্ট নিয়ে বাড়ি ফিরেছে-
বাবা : রেজাল্ট কী পল্টু?
পল্টু : বাবা, আমার এক ফ্রেন্ড এ পাইছে, ওর বাবা ওরে আমেরিকায় ঘুরতে নিয়া যাইবো!
বাবা : বুঝলাম, তোর রেজাল্ট কী?
পল্টু : আমার আরেক ফ্রেন্ড বি পাইছে, ওর বাবা ওরে ব্রাজিলে ঘুরতে নিয়া যাইবো!
বাবা : বুঝলাম, এইবার তোরটা বল।
পল্টু : আমার আরেক বন্ধু সি পাইছে বাবা। ওর বাবা ওরে ক্যানাডায় ঘুরতে নিয়া যাইবো!
বাবা : থাপ্পড় খাবি এইবার, নিজের রেজাল্টের খবর নাই!
পল্টু : বাবা, আমারে তোমার ফ্রান্সে ঘুরতে নিয়া যাইতে হইবো!