চিকিৎসক : এক্স-রে করে যা দেখলাম, তাতে তো আমি অবাক।
রোগী : কেন, কি দেখেছেন?
চিকিৎসক : আপনার পেটে অনেক চামচ জমা হয়েছে।
রোগী : কি বলছেন আপনি?
চিকিৎসক : হ্যাঁ, সত্যি বলছি।
রোগী : ওহ, এই কথা?
চিকিৎসক : কিন্তু কিভাবে হলো, বলুন তো?
রোগী : আপনি তো বললেন দৈনিক দুই চামচ খেতে।