মন্টুর বাপ: পরীক্ষায় পাস করিস আর ফেল করিস- আমি কিন্তু তোকে এবার মোটরসাইকেল ঠিকই কিনে দেব!
মন্টু: বাবা, তুমি মানুষটা আসলেও ভাল! খামাখাই মা তোমার সঙ্গে...
মন্টুর মা: এত খুশি হইস না। তোর বাপেরে চিনস নাই তুই অহনও...
মন্টু: কেন মা?
মন্টুর বাপ: পাস করলে বাইকে চইড়া তুই ভার্সিটিতে যাবি। আর ফেল মারলে একই বাইকে চইড়া বাজারে দুধ বিক্রি করতে যাবি!
মন্টু: হায় খোদা! এমন বাপ কেন দিলা...