এক রোগী ডাক্তারের কাছে এল-
চিকিৎসক : বলেন, কী সমস্যা আপনার?
রোগী : আমার পা নীল হয়ে গেছে।
চিকিৎসা : সমস্যা তো সিরিয়াস! পায়ে বিষের সংক্রমণ হয়েছে, পা কেটে ফেলতে হবে।
আসল পা কেটে প্লাস্টিকের পা লাগানোর পর-
রোগী : সেটাও নীল হয়ে গেছে।
চিকিৎসক : এখন আপনার রোগ বুঝতে পারলাম। আপনার জিন্সের প্যান্টের রং ওঠে!