এই মালা তোমার জন্য

ডাক্তার ও রোগী August 31, 2017 2,426
এই মালা তোমার জন্য

বশির নতুন এক হাসপাতালে চিকিৎসক হিসেবে নিয়োজিত হল। বশির একটা ফুলের মালা হাতে নিয়ে এক রোগীর অপারেশন করতে ঢুকেছে। হাতে মালা দেখে রোগীর প্রশ্ন-


রোগী : অপারেশনের সময় মালা লাগে নাকি? ফুলের মালা কিসের জন্য?


চিকিৎসক : এটা আমার ডাক্তারি জীবনের প্রথম অপারেশন। যদি সাকসেস হয়, তাহলে এই ফুলের মালা আমার জন্য, আর যদি না হয় তাহলে এই মালা তোমার জন্য।