ডাক্তার: আপনার স্বামীর দরকার টানা বিশ্রাম আর শান্তিপূর্ণ পরিবেশ- তাহলেই তিনি আবার পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন।
রোগীর স্ত্রী: ডাক্তার সাহেব কোনো ওষুধ দিলেন না!
ডাক্তার: এই নেন, কয়েক পাতা ঘুমের ওষুধ দিলাম!
রোগীর স্ত্রী: কখন কটা করে খাওয়াতে হবে ওকে?
ডাক্তার: ওষুধগুলো আপনার জন্য!