বাচ্চা ছেলে জিজ্ঞেস করল : বাবা, বিয়ে জিনিসটি আসলে কী?
বাবা : আমার সামনে থেকে এই মুহূর্তে দূর হ!
বাবার ধমক খেয়ে ছেলে দূরে সরে গেল। এবার বাবা ফের বললেন : তুমি আমার সামনে আসছ না কেন?
বাচ্চা ছেলে বাবার এমন আচরণে কিছু বুঝতে না পেরে কেঁদে ফেলল : বাবা আমি কী দোষ করলাম? তুমিই তো…
বাবা : ঠিক! বিবাহিত জীবন বিষয়টা হচ্ছে ঠিক এমনি। তুই বড় হলে বুঝবি বাবা… এখন খেলায় মন দে!