ছেলে: বাবা বাবা!
বাবা: বলো বাপ আমার, আবার কী জানতে চাও।
ছেলে: আচ্ছা বাবা- স্ত্রী, গৃহিণী, ঘরনী, গৃহবধূ, ওয়াইফ, পত্নী, বেটার হাফ, লাইফ পার্টনার, অর্ধাঙ্গিনী, ঘরওয়ালি- এসব নামের মধ্যে পার্থক্য কী?
বাবা: মুসিববত এক নাম অনেক!
ছেলে: মানে?
বাবা: বাপজান, পুরুষ মানুষরে বোকা বানানোর জন্য একই মুসিবতের হাজারটা নাম রাখা হইছে। এইগুলি তার কয়েকটা মাত্র! এহন চুপ থাক- তোমার মায় এইদিকে আইতেছে...