রাজা জঙ্গলে পৌঁছলো

ডাক্তার ও রোগী July 25, 2017 2,146
রাজা জঙ্গলে পৌঁছলো

বল্টু এখন পাগলা গারদে। চিকিৎসক বল্টুকে বলছে. . .


চিকিৎসক : এইটা কি?


বল্টু : এইটা একটা ৫শ’ পেইজের বই, আমি লিখেছি।


চিকিৎসক : ৫শ’ পেজে তুমি কি লিখেছো?


বল্টু : প্রথম পেজে লিখছি– এক রাজা ঘোড়ায় চড়ে জঙ্গলের দিকে রওনা দিল। আর শেষ পেজে লিখছি–রাজা জঙ্গলে পৌঁছলো!


চিকিৎসক : আর বাকি ৪৯৮ পেজে কি লিখছো?


বল্টু : টিগ ডিক, টিগ ডিক, টিগ ডিক, টিগ ডিক, টিগ ডিক, টিগ ডিক, টিগ ডিক!