‘রক্তচোষা’ ডাক্তারের কাছে এক চালিয়াত টাইপের নারী এসেছেন?
চেম্বারে ঢুকেই ডাক্তারকে প্রশ্ন করলেন নারী: স্যার, আপনার ফিস কত যেন?
ডাক্তার: প্রথমবার এলে দেড় হাজার টাকা আর দ্বিতীয়বার ফ্রি!
নারী: তাইলে এটা আমার দ্বিতীয়বার আসা। একটু ভাল করে দেখবেন এবার।
ডাক্তার: দেখা যাচ্ছে আপনি বেশ ভালই আছেন। তাই প্রথমবারের ওষুধগুলোই চলতে থাকুক...
ডাক্তারের টেবিলে ওষুধ কোম্পানি থেকে দেওয়া ফ্রি স্যাম্পলের দামি কিছু ওষুধ ঝটপট তুলে নিয়ে নারী বললো: স্যার, গতবার এই ফ্রি ওষুধগুলোই তো দিয়েছিলেন... ধন্যবাদ, আবারও ওষুধগুলো ফ্রি পেলাম...
কয়েক হাজার টাকার ফ্রি ওষুধ পার্সে ভরে চেম্বার থেকে বেরিয়ে গেলেন ধুরন্ধর নারী...