পুরুষ মানুষ-ই না!

বাবা-ছেলে কৌতুক July 18, 2017 2,068
পুরুষ মানুষ-ই না!

ছেলে মন্টু বড় হচ্ছে। দুনিয়া বড়ই খারাপ জায়গা- কিশোর ছেলে কখন নেশাপানিতে জড়িয়ে পড়ে এই ভয়ে মন্টুর বাপ অস্থির।


একদিন ছেলেকে ডেকে বললেন : বাবা, মদ-সিগারেটরে মনে করবা তোমার দুশমন। এদের ভয় পাইবা বাঘের মতো। তাইলেই জীবন সফল...


মন্টু : বাবা, তুমিই না বল- যে শত্রুরে ভয় পায় হে পুরুষ মানুষ-ই না!