এক বাবার অবুঝ সন্তান বাবাকে বলল. . .
ছেলে : বাবা বড় আপুকে বিয়া দিলা, ভাইয়াকে বিয়া দিলা, কিন্তু তুমি তো বিয়া করলা না। আর মাকেও বিয়া দিলা না।
বাবা : ক্যান, আমি তোর মারে বিয়া করছি না? বিয়া না করলে তুই আইলি কোত্থেকে?
ছেলে : হুম বুঝছি, শেষ পর্যন্ত ঘরের তা ঘরেই।