

ডাক্তারের চেম্বারে ঢুকেই মন্টুর বাপ: ডাক্তার সাব, ডাক্তার সাব! কয়দিন ধইরাই খেয়াল করতাছি বৌ যা কয় কিছুই কানে ঢুকে না আমার!
ডাক্তার: অন্যদের কথাবার্তা সব শুনতে পান?
মন্টুর বাপ: তা পাই, সবার কথাই শুনতে-বুঝতে পারি। শুধু বৌ যা কয় তা শুনি না!
ডাক্তার বিরক্ত হয়ে: এইটারে রোগ মনে করতাছেন কেন? এইটাতো খোদার খাস রহমত!