লেইকার বিলাসবহুল ক্যামেরা

গ্যাজেট রিভিউ July 11, 2017 948
লেইকার বিলাসবহুল ক্যামেরা

জামার্নির বিখ্যাত ক্যামেরা উৎপাদনকারী প্রতিষ্ঠান লেইকা নতুন একটি ক্যামেরা অবমুক্ত করার ঘোষণা দিয়েছে। ক্যামেরাটির মেডল টিএল২। এটি বিলাসবহুল ক্যামেরা।


লেইকার নতুন ক্যামেরাটিতে পরিবর্তনযোগ্য মিররলেস লেন্স ব্যবহার করা হয়েছে। এটি লেইকার সর্বাধুনিক টিএল মাউন্ট লেন্স সিরিজের ক্যামেরা।


টিএল২ ক্যামেরাটিতে ২৪ মেগাপিক্সেলের এপিএস-সি সেন্সর ব্যবহার করা হয়েছে। এতে মেইস্ত্রো টু সিরিজের প্রসেসর রয়েছে।


লেইকার দাবি করছে তাদের নতুন ক্যামেরাটিতে চমৎকার কালার, কনট্রাস্ট এবং রেজুলেশন পাওয়া যাবে। ক্যামেরাটির অটোফোকাসিং স্পিড ১৬৫ মিলিসেকেন্ড। এর ইলেকট্রোনিক সাইলেন্ট শাটার স্পিড ১/৪০০০০।


এতে উন্নতমানের ভিডিওচিত্র ধারণ করা যাবে। এতে ফোরকে মানের ভিডিও পাওয়া যাবে। স্লো মোশনের ছবি তোলা যাবে ক্যামেরাটি দিয়ে। এতে আছে ৩.৭ ইঞ্চির টাচস্ক্রিন এলসিডি।


কানেকটিভিটি হিসেবে ক্যামেরাটিতে আছে ওয়াইফাই, এইচডিএমআই এবং ইউএসবি ৩.০ কানেকটিভিটি।


ক্যামেরাটিতে টিএল মাউন্ট লেন্স ব্যবহারের পাশাপাশি এসএল সিরিজের মাউন্ট লেন্স ব্যবহার করা যাবে।


কালো ও রূপালি এই দুইটি রঙে ক্যামেরাটি বাজারে পাওয়া যাবে। এর বডির মূল্য ১৯৫০ ডলার।