চীনের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ের সাব ব্র্যান্ড হনার নতুন একটি স্মার্টব্র্যান্ড বাজারে ছেড়েছে। এর মডেল হনর ব্যান্ড ৩। এটি ভারতের বাজারে পাওয়া যাচ্ছে।
ডিভাইসটিতে আছে পিওলিড ডিসপ্লে। ডিসপ্লের আয়তন ০.৯ ইঞ্চি। ডিসপ্লের রেজুলেশন ১২৮x৩২ পিক্সেল।
এতে আছে হার্ট রেট সেন্সর, পেডোমিটার এবং আইআর সেন্সর। ফিটনেস ব্যান্ডটি ফোনের সঙ্গে পেয়ার করে ফোন কল সোশ্যাল মিডিয়া নোটিফিকেশন পাওয়া যাবে।
হনারের নতুন ফিটনেস ট্রেকারটি পানিরোধী।
কানেকটিভিটি হিসেবে ডিভাইসটিতে আছে ব্লুটুথ ৪.২। যেকোনো অ্যানড্রয়েড ও আইওএস ডিভাইসের সঙ্গে এটিকে পেয়ার করা যাবে।