মুখ উজ্জ্বল করবি

বাবা-ছেলে কৌতুক June 19, 2017 2,690
মুখ উজ্জ্বল করবি

ছেলে : বাবা, বাবা, আমি পরীক্ষায় থার্ড হয়েছি!


বাবা : আয় বাপ, আমার বুকে আয়। আমি জানতাম, তুই একদিন আমার মুখ উজ্জ্বল করবি। তা বাপ, ক্লাসে ছাত্র কতজন?


ছেলে : তিনজন!