স্মার্ট ছেলে ও পাকা জাম

ডাক্তার ও রোগী June 18, 2017 1,901
স্মার্ট ছেলে ও পাকা জাম

বন্ধুদের কাছে বোকাসোকা হিসেবে পরিচিত ঝন্টু। একবারে কোনো কিছু বোঝে না বলে তাকে প্রায়ই সাইজ করে চটপটে আর স্মার্ট ছেলে মন্টু।


সেদিন দুপুরে দেখা গেল ঝন্টু ঠোঙা থেকে টসটসে পাকা জাম গিলছে আর চোখ বন্ধ করে অমৃতের স্বাদ উপভোগ করছে।


মন্টু কাছে গিয়ে স্মার্ট ভঙ্গিতে বললো: দোস্ত, খালি একলা একলা খাবি? আমারেও দে একটু টেস্ট করতে!


ঝন্টু ঠোঙা থেকে একটা জাম বের করে মন্টুকে দেয়।


শুধু একটা?


হ্যাঁ, বাকিগুলোর টেস্টও ওই একটার মতোই। জামের স্বাদ বোঝার জন্য তোর মতো স্মার্ট ছেলের জন্য ওই একটাই যথেষ্ট... শুধু শুধু বেশি খেয়ে লাভ কী?