উড়ছি কেন কেউ জানেনা - জলের গান

বাংলা লিরিক্স April 18, 2016 2,494
উড়ছি কেন কেউ জানেনা - জলের গান

কথা: শাওন আকন্দ

সুর: রাহুল আনন্দ

এলবামঃ অতল জলের গান

-----------------------------------------------------

উড়ছি কেন? কেউ জানেনা! যাচ্ছি কতদূর?

আজন্ম এক পাপের বোঝা কাঙ্খিত ভাংচুর।

তোমার ভুবন তোমার মতন

যেমন ভোরের আলো।

আমার বসত অন্ধকারে

নিরব নিঝুম কালো।


ভালোবাসার মগ্ন চিতায়

পুড়ছি বছর কুড়ি।

তুমি আকাশ আমি যেন

লাটাইবিহীন ঘুড়ি।


এমন কপাল ও মন আমার

ধূসর নীলের দেশে,

দিন যাপনের অষ্টপ্রহর

স্বপ্নগুলো ভাসে।


-( Joler Gaan)