আমি বিয়ে করব

বাবা-ছেলে কৌতুক May 27, 2017 2,027
আমি বিয়ে করব

বাবা আর ছেলের মধ্যে কথা হচ্ছে-


ছেলে : বাবা, আমি বিয়ে করব।


বাবা : বিয়ে? কাকে?


ছেলে : দাদিকে।


বাবা : কী? তোর দাদি, মানে আমার মা কে? তোর লজ্জা করল না এই কথা বলতে? বেয়াদব কোথাকার।


ছেলে : আমার মাকে বিয়ে করতে যদি তোমার লজ্জা না করে, তবে তোমার মাকে বিয়ে করতে আমার লজ্জা করবে কেন?