পল্টুর ওজন বেড়ে যাওয়ায় চিকিৎসকের কাছে গেল-
চিকিৎসক : প্রতিদিন ৫ কিলোমিটার করে দৌড়াবেন। তাহলে ১ বছরে ৫০ কেজি ওজন কমবে।
এক বছর পর পল্টু চিকিৎসককে ফোন করল-
পল্টু : ভাই, ওজন তো কমছে কিন্তু বাড়ি ফেরত যাব কীভাবে?
চিকিৎসক : কেন? আপনি এখন কোথায়?
পল্টু : জানি না। তবে প্রতিদিন ৫ কিলোমিটার করে দৌড়াতে দৌড়াতে বাড়ি থেকে ১,৮২৫ কিলোমিটার দূরে চলে আসছি।