৫৫০০ টাকায় অ্যানড্রয়েড স্মার্টওয়াচ

গ্যাজেট রিভিউ May 21, 2017 969
৫৫০০ টাকায় অ্যানড্রয়েড স্মার্টওয়াচ

মাত্র ৫৫০০ টাকায় অ্যানড্রয়েড স্মার্টওয়াচ মিলছে ডারাজ ডটকম ডটবিডিতে। এটি পিগমেন্টের তৈরি অ্যানড্রয়েড স্মার্টওয়াচ। বাজারে এটিই সবচেয়ে কম দামের অ্যানড্রয়েড স্মার্টওয়াচ। এর কাছাকাছি মূল্যের ইনটেক্সের তৈরি একটি স্মার্টওয়াচ পাওয়া যাচ্ছে। যার মূল্য ৭৫০০ টাকা।


সাশ্রয়ী দামের এই ওয়াচটিতে আছে ১.৫৬ ইঞ্চির ওলিড ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ২৪০x২৪০ পিক্সেল। ডিসপ্লের সুরক্ষার জন্য আছে গ্লাস প্রটেকশন।


ডিভাইসটিতে আছে ১.২ গিগাহার্জের ডুয়েল কোর মিডিয়াটেক এমটি ৬৫৭২ চিপসেট। এর র‌্যাম ৫১২ মেগাবাইটের। ইন্টারন্যাল মেমোরি ৪ জিবি। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে মেমোরি ৩২ জিবি পর্যন্ত বাড়িয়ে নেয়া যাবে।


ওয়াচটিতে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা আছে। এই ক্যামেরা দিয়ে ৭২০ পিক্সেলের ভিডিও রেকডিং করা যাবে। এটি দিয়ে ফোন কল ও বার্তা আদান-প্রদান করা যাবে। এছাড়াও এতে ইন্টারনেটে ব্রাউজিং করা যাবে। কানেক্ট করা যাবে ওয়াইফাই নেটওয়ার্কের সঙ্গেও। কানেক্টিভিটি হিসেবে এটিতে আরও আছে থ্রিজি, ব্লটুথ, জিপিএস-এজিপিএস ইত্যাদি।


৬০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির এই ওয়াচটিতে ২৪০ মিনিট টক টাইম এবং ২০০ ঘণ্টা স্ট্যান্ডবাই পাওয়া যাবে।