নমনীয় ডিসপ্লের স্মার্টওয়াচ আনতে কাজ করছে পৃথিবীর শীর্ষ প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল। এই ওয়াচের ডিসপ্লের একই সঙ্গে নমনীয় এবং গোটানো যাবে। সম্প্রতি অ্যাপল এই ওয়াচ তৈরির জন্য যুক্তরাষ্ট্রের প্যাটেন্ট এবং ট্রেডমার্ক অফিস থেকে প্যাটেন্ট সংগ্রহ করেছে।
নতুন এই স্মার্টওয়াচটির তথ্য অ্যাপল তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে। অ্যাপলের দেয়া তথ্য অনুযায়ী ওয়াচটি নতুন ডিজাইনে তৈরি হবে। এর ডিসপ্লে ভাঁজ করা যাবে। এর ডিসপ্লে হবে বেজেল লেস। অ্যাপলের এই ওয়াচে থাকবে ব্লুটুথ, ওয়্যারলেস ল্যান এবং সেল্যুলার নেটওয়ার্ক।